নতুন ফিচার নিয়ে অ্যাপল আইফোন ১৫ সিরিজ সেপ্টেম্বরের মাঝামাঝি বাজারে আনছে বলে জোর গুঞ্জন চলছে। এর মধ্যে সিরিজটির রংসহ নানা দিক নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। তবে অ্যাপল ফোনের আগামী সিরিজে এ১৭ চিপ নিয়ে কোনো তথ্য আসেনি। এবার সেটাই ফাঁস হয়েছে বলে ফোর্বস জানিয়েছে।
নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ফোর্বস এক বলেছে, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে চিপ ১৭ ব্যবহার হয়ে থাকতে পারে। এ১৭ চিপের সিপিইউ ও জিপিও কেমন হবে, ঘড়ির গতি ও র্যামের পরিমাণ এবং ধরন সম্পর্কেও প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে।
অ্যাপলের তথ্য ফাঁসকারীর অ্যাকাউন্ট ‘আননোওন ২১’ এক্স প্ল্যাটফর্মে বলেছে, মডেল দুটিতে ৬–কোর সিপিইউ ব্যবহার করা হবে। দুটি পারফরমেন্স কোর ও চারটি ইফিসিয়েন্সি কোরের সমন্বয়ে এটি গঠিত।
অ্যাপল ৬ জিবি ও ৮ জিবি দুটি র্যাম নিয়েই কাজ করছে। তাই এ১৭ চিপটি শেষ পর্যন্ত ৮ জিবি র্যাম নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। সূত্রটির মতে কোম্পানির ভেতরে র্যাম দুটিকে ‘পিওপি, কোল প্লাস ৬ জি’ ও ‘পিওপি, কোল প্লাস ৮ জি’ বলে নামকরণ করা হয়েছে।
এই তথ্য থেকে বোঝা যায়, গ্রাহকরা মডেল দুটির বর্ধিত ব্যাটারি লাইফের সমন্বয়ে পারফরমেন্সের অনেক উন্নতি দেখতে পাবে।
বিশ্লেষকদের মতে, প্রাথমিক হিসাবে সিপিইউর গতি প্রায় ১০ শতাংশ বাড়বে। জিপিইউর কার্যক্ষমতা বাড়বে ও বিদ্যুতের খরচ প্রায় ৩০ শতাংশ কমবে।